Android phone দিয়ে হ্যাকিং

android hacking


Android দিয়ে হ্যাকিং এ কী কী করা সম্ভব??

এই প্রশ্নটা অনেকবার পাইছি,,অনেকেরই প্রশ্ন থাকে,

আমি তো Android User,আমি Android দিয়ে কি হ্যাকিং করতে পারবো?


হ্যা আপনি অনেক কিছুই করতে পারবেন Android দিয়ে,, সেটার ছোট্ট একটা লিস্ট দিতাছি!!


> Android এ যদি Rooted User হয়ে থাকেন তাহলে বেশি সুবিধা পাবেন,আর যদি Non Rooted user হয়ে থাকেন,তাহলে সুবিধা কম!!


১- আপনি Website হ্যাক করতে পারবেন Android দিয়ে! Manually Xss Bug বের করতে পারবেন, Sqli Attack দিতে পারবেন, Exploit দিয়ে তো আরো সহজেই পাবেন,আরো অনেক কিছু!! আপনি যদি Automation এ করতে চান তাহলে তো Termux আছেই! আবার কিছু App ও আছে! কিন্তু Slow অনেক! 


২- যদি Rooted user হয়ে থাকেন তাহলে Android এ Linux Use করতে পারবেন!! এতে Linux এর অনেক সুবিধা পাবেন,অারো অনেক কিছুই করতে পাবেন৷ Kali linux install দিতে পারবেন! সেটার মাধ্যামে Kali linux ব্যাবহার করতে পারবেন। 


৩- Monitor Mode Supported Adapter থাকলে আপনি Wifi হ্যাকও করতে পারবেন। এছাড়া Non rooted,rooted User দের জন্য কিছু Wifi hacking app আছে!! কাজের না বেশি সেগুলো! আপনার ভাগ্য যদি সোনার হরিণের মতো হয় তাহলে একটা দুটা Wifi hack হয়ে যেতে পারে!! এছাড়া যদি Router pin আপনার কাছে থাকে তাহলে Non rooted Phone এ app দিয়েও হ্যাক করতে পাবেন Wifi pass! 


৪-আপনি RDP use করে,, Full Os like windows ই ব্যাবহার করতে পারবেন!! সেখানে তো Windows এর পুরো সুবিধাই নিতে পারবেন!! 


৫- Android App Modify করে সেটা ব্যাবহার করতে পারবেন। যেমন offline Game এর কয়েন হ্যাক করতে পারবেন। Limit বাড়াতে কমাতে পাবেন!! Lucky Patcher,Game killer,Game Guardian এর মতো App গুলো দিয়ে করতে পারবেন!! এমনকি আপনি চাইলে যেই Software গুলোতে Ads আসে,সেগুলো রিমুভ করে চালাতে পারবেন Lucky Patcher দিয়ে। 


৬- Website Hack এর জন্য আপনি Andro hackbar,anon hackbar এইসব ব্যাবহার করতে পারেন। এগুলো Pre loaded kisu payload,code থাকে,যেটার মাধ্যমে ইজি হয় হ্যাক করা। Sqli,xss bla bla!!


৭- হ্যাকিং এ Google search Engine অনেক গুরুত্বপূর্ণ!! আপনাকে এটাতে Expert হতে হবে। আর অনেক কাজের Website আছে। যেগুলো দরকারি খুব! সেগুলো তো Android দিয়েই Access করতে পাবেন!! 


৮- Carding Android দিয়ে করা যায়। তবে Success Rate কম। Payment failed আসবে! তবে RDP ব্যাবহার করে, Android দিয়েই করতে পাবেন আরামছে!! 


৯- Netflix, nord,hma ইত্যাদি জনপ্রিয় App,Site গুলোর Account Crack করতে পাবেন। এজন্যও RDP লাগবে!!  তবে সেটা Android দিয়েই তো করবেন!! 



১০- Termux হলো Linux based একটা Software! Android এর জন্য বানানো! এটাকে আপনি বাহুবলীর কাটাপ্পা বলতে পারেন! Powerful App এটা! তবে Kali linux এর মতো তো আর না! কিন্তু অনেক কাজই করা যায় Termux দিয়ে! এটার মাধ্যমে বহুত কিছু করতে পাবেন৷ আপনি Device hack এর জন্য Payload বানাতে পারবেন!! অনেক যায়গায় brute force attack ও দিতে পারবেন!! এছাড়াও অনেক অনেক কিছু করতে পারবেন! 


১১- হ্যাকিং এর মেইন হলো কোডিং, আপনি তো কোডিং শিখতে পাবেন আরামছে Android দিয়ে! 


১২- ফোন যদি Rooted থাকে আপনি তাহলে same lan এর Wifi user দের সাথে মজা নিতে পাবেন অনেক Mitm Attack দিতে পারবেন! 


১৩- অনেক ধরনের Packet Analysis করতে পাবেন Android দিয়েই!! 


১৪- আপনি Apk tool দিয়ে Android app reverse Engineering ও করতে পারবেন!! 


১৫- আর শত শত টাইপ Phishing page তো সহজেই বানাতে পারবেন!! Php তে বানাইলে website এ Upload দিয়ে! আবার চাইলে Termux দিয়েও পাবেন!! 


১৬- Cc Camera hack! আসলে এটাকে হ্যাক বললে ভুল হবে! পাবলিক মাল এটা! Shodan. io থেকেই Live cc camera দেখা যায়। আর সেটাকে হ্যাক বলে চালিয়ে দেয়। 


১৭- Spamming! না ভাই, Facebook Spamming না! Email এ Spam করতে পারবেন Android দিয়েই! Mailer এর মাধ্যমে! যদিও Pc থাকলে Best হয়। বাট Android দিয়েও করতে পারবেন! 


১৮- Temper Data! অনেক সময় দেখবেন php shell upload নেয না। এর জন্য Jpg extension বানিয়ে upload দিয়ে data tempering করে, POST DATA edit করে php format এ Server এ Upload দেওয়া হয়। এটা Android দিয়েও করতে পরবেন!! 



১৯- তারপর Facebook id access থেকে শুরু করে Recovery, Report, disabled, Copyright, Youtube Copyright, Basic Web Design,Dmca report, Video Intro,Logo Design হাবি জাবি যা আছে সবই করতে পারবেন!! 


Android দিয়ে অনেক কিছুই শিখতে পারবেন! Hacking নিয়ে Article / PDF পড়া,Video দেখা! ফ্রি course দেখতে তো আর টাকা লাগে না! তো সহজেই পারবেন শিখতে। 


আমি কিছু Android App/Apk এর নাম বলে দেই,,যেগুলো দিয়ে Hacking, research এর কাজে ব্যাবহার করতে পাবেন আপনার Android Phone দিয়ে। এইগুলো Rooted, Non Rooted মিলিয়েই আছে!


*1. Orbot

2. Fing – Network Tools

3. Haven: Keep Watch

4. Encrypt Decrypt Tools

5. Whats Web Scan

6. WA Toolkit

7. DriveDroid

8. PixelKnot: Hidden Messages

9. Network Mapper

10. WIFI WPS WPA TESTER

11. Change My MAC – Spoof Wifi MAC

12. IP Tools + security

13. Network Manager

14. Termux

15. Kali Linux NetHunter

16. WPS Connect

17. SSHDroid

18. Market Helper

19. Androrat

20. WiFi Kill

21. Hackode

22. APKInspector

23. zANTI

24. dSploit

25. AnDOSid

26. Penetrate Pro

27. Nmap for Android

28. Droid Pentest

29. Faceniff

30. Shark

31. USB Cleaver

32. Whatsapp sniffer

33. WIBR Plus

34. AppUse

35. Intercepter-NG

36. Lucky Patcher

37. Game Killer

38. SSLStrip for Android

39. Hash Suite Droid

40. NetCut

41.Anon Hackbar

42.Andro Hackbar

43.Creehack

44.SB Game Hacker

45.GameGaurdian

46.GameCih*


আরো অনেক আছে!! খুজলে পাবেন অনেক গুলো! Download লিংক নিজে খুজে বের করে নিন Name লিখে Search দিয়ে।


Post a Comment

0 Comments